ডিআরএসের পক্ষে মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : এক ম্যাচে ২৬টি রিভিউ। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর মতে, এটি একটি বিশ্ব রেকর্ড।

চট্টগ্রাম টেস্টে আম্পায়ার নিয়ে তাই প্রশ্ন উঠতেই পারে। কোটি টাকার বেশি খরচ করে বিসিবি সিরিজে এনেছে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) প্রযুক্তি।

সেই ডিআরএসে কপাল পুড়েছে বাংলাদেশের। ইংল্যান্ড ডিআরএসে সাফল্য পেলেও বেশিরভাগ সময় বাংলাদেশকে ভুগতে হয়েছে। তবুও ডিআরএসের পক্ষে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

টাইগার দলপতি সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘ডিআরএস তো পক্ষে কিংবা বিপক্ষে যেতে পারে। আমারা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমাদের পক্ষে গেছে। অনেক সময় তারা আউট দেয়নি। এটা হতেই পারে। ভাগ্যের ওপরও অনেক কিছু নির্ভর করে। ভবিষ্যতে আমরা চেষ্টা করব ডিআরএসে সেরা কাজগুলোই করতে। যেন ফল আমাদের পক্ষে থাকে।’

আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও ক্রিস গ্র্যাফিনি (নিউজিল্যান্ড)। বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্টে আম্পায়ারের দায়িত্বে ছিলেন এই দুই আম্পায়ার। আম্পায়ার হিসেবে দুইজনের বিশ্বব্যাপী সুনাম রয়েছে। কিন্তু চট্টগ্রাম টেস্টে তাদের কয়েকটি ভুল সিদ্ধান্ত প্রতিপক্ষের ওপর প্রভাব ফেলে। ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে ছিলেন সুন্দারাম রবি।