ডি ককের সেঞ্চুরি, কুমারার ৬ উইকেট

ক্রীড়া ডেস্ক : কেপ টাউন টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেছেন কুইন্টন ডি কক। তবে ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৩০০-এর আগে থামিয়েছেন শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারা।

প্রথম দিনের ৬ উইকেটে ২৯০ রান নিয়ে নিউল্যান্ডসে মঙ্গলবার দ্বিতীয় দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ৬৮ রান নিয়ে দিন শুরু করা ডি কক তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি।

অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১২৪ বলে ১১টি চারের সাহায্যে ১০১ রান করেন ডি কক। এ ছাড়া কেশব মাহরাজের অপরাজিত ৩২ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ৩৯২ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

১২২ রানে ৬ উইকেট নেন কুমারা। মুত্তিয়া মুরালিধরনের পর দ্বিতীয় শ্রীলঙ্কান বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে ইনিংসে ৬ উইকেট পেলেন ডানহাতি পেসার। সুরাঙ্গা লাকমাল ও রঙ্গনা হেরাথ নেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১১৬ ওভারে ৩৯২ (এলগার ১২৯, ডি কক ১০১, ডু প্লেসি ৩৮; কুমারা ৬/১২২, হেরাথ ২/৫৭, লাকমাল ২/৯২)।