ডেভিড ওয়ার্নার সেরা পাঁচে

ক্রীড়া ডেস্ক : ব্যাট হাতে দূর্দান্ত ফর্মে ডেভিড ওয়ার্নার। অন্যদিকে নিজেকে হারিয়ে খুঁজছেন ক্রিস গেইল। ডেভিড ওয়ার্নার ব্যাট হাতে ২২ গজের ক্রিজে নামা মানেই নিশ্চিত রান। অন্যদিকে গেইল অফফর্মের কারণে একাদশে জায়গা পাচ্ছেন না!

সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন ডেভিড ওয়ার্নার। গেইলকে টপকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচে উঠে এসেছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। এছাড়া বিদেশী ক্রিকেটার হিসেবে সেরা পাঁচে থাকা একমাত্র ক্রিকেটারও বর্তমান চ্যাম্পিয়ন অধিনায়ক ওয়ার্নার।

আইপিএলে ডেভিড ওয়ার্নারের রান ৩৫১২। ৩৩টি হাফ-সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরির দেখা পেয়েছেন বাঁহাতি ওপেনার। অন্যদিকে ক্যারিবীয় ওপেনার রান করেছেন ৩৪৬৪। ৫টি সেঞ্চুরির সঙ্গে গেইলের নামের পাশে রয়েছে ২০টি হাফ-সেঞ্চুরির ইনিংস।

গত বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪৯ রানের নজরকাড়া ইনিংস উপহার দেন হায়দরাবাদের অধিনায়ক। ৩৪ বলে ৭ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। এ ইনিংস খেলার পথে ওয়ার্নার ছাড়িয়ে যান গেইলকে।

আইপিএলের সেরা পাঁচ ব্যাটসম্যান  

নাম ম্যাচ রান হাফ-সেঞ্চুরি সেঞ্চুরি
সুরেশ রায়না    ১৪৯    ৪১৭১    ২৯    ১
বিরাট কোহলি   ১৩৯    ৪১১০    ২৬    ৪
রোহিত শর্মা   ১৪৫    ৩৮৮৩    ২৯     ১
গৌতম গম্ভীর    ১৩৫     ৩৮০১    ৩৩     ০
ডেভিড ওয়ার্নার    ১০৩    ৩৫১২    ৩৩     ২