ডোমারে আ.লীগ ও স্বেচ্ছাসেবকলীগের পৃথক-পৃথক গনতন্ত্র রক্ষা দিবস পালন

নিউজ ডেস্ক ঃ-নীলফামারীর ডোমারে আওয়ামী লীগের দুই গ্র“পের পৃথক কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডোমার পেীর আওয়ামী লীগ,উপজেলা যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,জাতীয় শ্রমিক লীগ,যুব মহিলা লীগ ও ছাত্র লীগ এর নেতৃত্বে একটি বণার্ঢ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিলিত হয়ে এক আলোচনা সভার আয়োজন করেন। আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা আফতাব উদ্দিন সরকার,বিশেষ অতিথি উপজেলা পরিষদ  চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মইনুদ্দিন আহমেদ মিল্টন,জাতিয় শ্রমিক লীগের সভাপতি আঃ ওয়াদুদ,মহিলা যুবলীগের সভাপতি আসমা সিদ্দিকা বেবি, উপজেলা ছাত্র লীগের সভাপতি-সোহাগ,পেীর ছাত্র লীগের সাধারন সম্পাদক মাসুদ রানা,কলেজ ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুর রহমান মানিক,জেলা পরিষদের নব নির্বাচিত ১ নং ওয়ার্ডের সদস্য এ্যাডঃ আতাইর রহমান সাজু ,সোনারায় ইউনিয়ন যুব লীগের সভাপতি মজিবুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক এমদাদুল হক মাসুম।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগ এর নেতৃত্বে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ডোমার নাট্য মঞ্চে মিলিত হয়ে আলোচনা সভার আয়োজন করেন।  উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নীলফামারী -১ আসনের সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রশিদুল হক, সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদ আহমেদ সান্তুু, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সধারন সম্পাদক মন্জুর আহমেদ ডন প্রমুখ্।
ডোমারে আওয়ামী লীগের পৃথক কর্মসুচি হওয়ার বিষযে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল জানান,”ডোমার আওয়ামী লীগের কোন পৃথক কর্মসুচি নাই, সহযোগী সংগঠন আলদা কর্মসুচি করতেই পারে!
তবে আর যাই যা বলুক কেনো,দলটির সকল পর্যায়ের তৃনমুল নেতাকর্মীদের মধ্যে অনেকের সাথে কথা বলে জানা গেছে, আজকের এ পৃথক-পৃথক কর্মসুচী কোনো ভাবেই দলের জন্য সুফল বয়ে আনবেনা ও মঙ্গলময় হবেনা।তারা আর যাই হোক না কেনো এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয় দ্রুত ডোমার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনে জোর দাবি জানান।