তামিমের খেলা নিয়ে শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। আগের ম্যাচে টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা দেওয়া মাশরাফির এটা শেষ ম্যাচ। তাই তার সতীর্থরা খুব করে চাইছেন এই ম্যাচটি জিততে।

কিন্তু মাঠে নামার আগেই একটি ধাক্কা খেতে হল বাংলাদেশকে। শেষ টি-টোয়েন্টি ম্যাচে তামিম ইকবালের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, ড্যাশিং এই ওপেনারের পিঠের সেই পুরনো ব্যাথা বেড়েছে। তবে তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ। এই সময়ের মধ্যে তামিম যদি খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাহলে তিনি সেরা একাদশে থাকবেন। আর যদি সেটা না হয় তাহলে তাকে ছাড়াই মাঠে নামবে হবে বাংলাদেশকে।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে লঙ্কানদের কাছে ৬ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। আজ জিতলে টেস্ট এবং ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ১-১ ব্যবধানে ড্র হবে।