তাড়াশে বিদ্যুতায়নের নামে চাঁদাবাজি বন্ধে মানববন্ধন

আনোয়ার হোসেন খোকন ঃ সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুতায়নের নামে চাঁদাবাজি বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামবাসী। কর্মসূচিতে গোন্তা গ্রামের প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেয়। এতে একাত্বতা জানায় গোন্তা ইউনিয়ন ভিডিপি ক্লাব।
কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকালে গোন্তা-চানপুর আ লিক সড়কে বিদ্যুতায়নের নামে চাঁদাবাজি বন্ধ ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের লক্ষে আধা ঘন্টা ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গ্রামবাসীর পক্ষে বক্তৃতা করেন মো. আজিজল হক আজিলা, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, গোন্তা গ্রামের প্রভাবশালী মোতালেব বিএসসি, হায়দার আলী, আব্দুল মালেক, আলহাজ্ব ইব্রাহীম ও আমীর হোসেন খেটে খাওয়া সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তরিঘরি করে বিদ্যুৎ পাইয়ে দেওয়ার কথা বলে ও ভয়ভীতি দেখিয়ে ঐ গ্রামের ৩৫০ জন গ্রাহকের কাছ থেকে ১০ লাখ ৮৫ হাজার টাকা চাঁদাবাজি করে। মানববন্ধন শেষে চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে গোন্তা গ্রামবাসি।