তেঁতুলিয়ায় চুরি হওয়া কম্পিউটার মাটির নিচ থেকে উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চুরি যাওয়া মালামাল (স্টেশনারিজ) মাটির নিচ থেকে উদ্ধার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

চুরির সঙ্গে জড়িত থাকা চার আসামিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেনঃ- ভুতিপুকুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে হাসান আলী (২০), বোগলাহাটি এলাকার শামসুলের ছেলে রিয়াজুল (১৯), ভুতিপুকুর এলাকার মৃত. জামাল উদ্দীনের ছেলে আজিজার হক (৩৮) ও সারাপিগছ এলাকার মহির উদ্দীনের ছেলে হেলাল উদ্দীন (৩২)।

বুধবার (২৮ অক্টোবর) আটককৃত চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারে রুম্পা কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যান্ড স্টেশনারিজের মালিক জাকির হোসেনের দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার স্টেশনারিজ চুরি যায়। পরের দিন দোকোনের মালিক জাকির হোসেন থানায় অভিযোগ করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ওসি আবু সাঈদ জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বিভিন্ন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালানো হয়। তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভুতিপুকুর এলাকা থেকে চারজনকে আটক করা হয়। এ সময় প্রধান আসামির বাড়ির গোয়ালঘরের মাটির নিচে লুকানো থাকা মালামালগুলো উদ্ধার করা হয়।