ধান কাটতে গিয়ে লাশ হয়ে ফিরল নীলফামারীর ২ কৃষি শ্রমিক

আল- আমিন, নীলফামারী: বোরো ধান কাটতে নওগাঁ যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাল নীলফামারীর ডোমার উপজেলার দুই কৃষি শ্রমিক। নিহতরা হলেন উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ময়দান পাড়ার মতিউর রহমানের ছেলে রবিউল ইসলাম (৪৫) ও আব্দুল খালেকের ছেলে নুর বখশ (৫৫)।

ডোমার উপজেলা হতে মাইক্রোবাস যোগে ১৩ জন কৃষি শ্রমিক ধান কাটতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নওগাঁ জেলার আত্রাই যাওয়ার পথে মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-হিলি সড়কের জিয়ার মোড় এলাকায় বালু বোঝাই ট্রাক্টরের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরেক জনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত ছয় জনকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১ জনকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নিহত দুই কৃষি শ্রমিকের বাড়ীতে চলছে শোকের মাতম।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে নিহত একজনের লাশ রাতেই এনে তার গ্রামে দাফন করা হয়েছে। অপরজনের লাশ নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।