নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক : তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার সাব্বির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০ জানুয়ারি অস্ট্রেলিয়ার সিডনি থেকে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু পরিকল্পনা পাল্টে আজ সকালেই সিডনি ছাড়ে বাংলাদেশ। সিডনি থেকে সকাল ১০টার বিমান ধরেন মাশরাফি, মুশফিক, সাকিবরা।

নিউজিল্যান্ডে ২৬ ডিসেম্বরের মূল ম্যাচে মাঠে নামার আগে ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের অকল্যান্ডে নেমে বাংলাদেশ দল আড়াই ঘন্টার বাস জার্নি করে গেছে ফাঙ্গারে। সেখানেই হবে দুই দলের ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ।

সিডনিতে শেষ মুহুর্তের প্রস্ততি ঠিকমত করতে না পারায় পরিকল্পনা পাল্টে নিউজিল্যান্ডে গেছে টাইগাররা। শুক্রবার প্রস্তুতি ম্যাচের পরদিন অনুশীলন হওয়ার কথা ছিল টিম বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে অনুশীলন ভেস্তে যায়। আবহাওয়া ও অন্যান্য বিষয় বিবেচনায় এনে দুদিন আগেই নিউজিল্যান্ড উড়াল দিয়েছে বাংলাদেশ।