নিউজিল্যান্ড যাচ্ছেন না সাকিব

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে খেলতে চাননি সাকিব। সে জন্য বিসিবিকে লিখিত চিঠি দিয়েছিলেন দেশ সেরা এ অল রাউন্ডার।

সোমবার (৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে সাকিবের ছুটি মঞ্জুরের কথাটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে বছরের শুরুর দিকে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। টাইগারদের এবারের সফরেও যাচ্ছেন না তিনি। দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণার পর এক চিঠিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চান এ অলরাউন্ডার।

সাকিবকে অন্তর্ভুক্ত করেই শনিবার (৪ ডিসেম্বর) ১৮ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এর আগে সাকিব জানিয়েছিলেন, পারিবারিক কারণে কিউই সফরে যেতে চান না তিনি। এবার লিখিতভাবেও বিসিবিকে সেই কথা জানান সাকিব। একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। সাকিব নাকি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে এ ব্যাপারে চিঠি দিয়েছেন।

এদিকে পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণে ছুটি চাওয়ার অধিকার যে কোনো ক্রিকেটারের আছে। তাই নিউজিল্যান্ড সিরিজে সাকিবের ছুটি দলে তেমন কোনো প্রভাব পরবে না বলে মনে করেন বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি।