নিতাইগঞ্জে ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে বিপাকে পাইকারি ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নগরীর নিতাইগঞ্জ এলাকার ট্রাকস্ট্যান্ড উচ্ছেদের কারণে বিপাকে পড়েছেন ভোগ্যপণ্যের পাইকারি ব্যবসায়ীরা।

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জ থেকে দেশের এক তৃতীয়াংশ জেলায় আটা, ময়দা, চাল, ডাল, ভোজ্যতেল চিনিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়। ফলে সারাদেশে এসব পণ্যের মূল্যবৃদ্ধি পেতে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছেন।

এদিকে উচ্ছেদের বিষয়ে ব্যবসায়ীদের আশঙ্কার বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, সবার সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

নগরীতে যানজট নিরসনের জন্য গত শনিবার বিকেলে নিতাইগঞ্জ এলাকার ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করে জেলা প্রশাসন। এর পাশাপাশি নগরীর বঙ্গবন্ধু সড়কে নিতাইগঞ্জে দিনে ট্রাকে লোডিং-আনলোডিংও বন্ধ করে দেওয়া হয়। এ সড়কটিতে ট্রাকস্ট্যান্ডের লোড-আনলোডের কারণে এ এলাকায় প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়।

ব্যবসায়ীরা জানান, এখানে ৭২টি আটা-ময়দার মিল, ৩০টি ডাল মিল, ২০টি লবণ মিল, ৪০টি পাইকারি চালের আড়ৎ, সোয়াবিন, তেল, চিনি, চাল, মসল্লা, ভুষি, আটা-ময়দাসহ প্রায় ৫ হাজার পাইকারি দোকান রয়েছে। এসব দোকানে প্রতিদিন প্রায় ২০ হাজার ক্রেতা দেশের বিভিন্ন স্থান থেকে আসেন।

নিতাইগঞ্জের আটা-ময়দা মালিক সমিতির প্রাক্তন সভাপতি শেখ ওয়াজেদ আলী বাবুল বলেন, এ সিদ্ধান্তটি মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার মতো। এটি বন্দর নগরী। ট্রাক না আসলে তো নারায়ণগঞ্জের কোনো গুরুত্বই থাকে না। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে আটা ময়দার ৭২টি মিল রয়েছে। এসব মিলের বেচাকেনা হয় দিনের বেলা।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের যেসব ক্রেতা আসেন তারা নিজ নিজ এলাকার খুচরা দোকনাদার। নিতাইগঞ্জ থেকে পণ্য নিয়ে এলাকায় খুচরা বেচাকেনা করে থাকেন। কিন্তু দিনের বেলায় লোড-আনলোড বন্ধ করে দিলে এসব বেচাকেনা বন্ধ হয়ে যাবে। রাতে লোড-আনলোড করলে নিরাপত্তার অভাবে কেউ এখান থেকে মাল নেবেন না।

বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির প্রাক্তন সভাপতি পূবালী সল্টের মালিক পরিতোষ কান্তি সাহা জানান, নিতাইগঞ্জের বঙ্গবন্ধু সড়কের ওপর দিনে লোড-আনলোড বন্ধ করে দিলে প্রত্যন্ত এলাকায় এসব ভোগ্যপণ্যের সংকট দেখা দেবে। ফলে মূল্যবৃদ্ধি পাবে। জেলা প্রশাসন রাতে লোড-আনলোড করতে বলেছে। কিন্তু রাতের বেলা কোনো বেচাকেনা হয় না, শ্রমিকও থাকেন না।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, যানজট নিরসনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিতাইগঞ্জ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করতে হাইকোর্টে একটি রিট করেছিল। এই রিটের প্রেক্ষিতে আদালত এ স্ট্যান্ড উচ্ছেদ করতে আদেশ দিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, এ আদেশের প্রেক্ষিতে এ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে নিতাইগঞ্জের ব্যবসায়ীদের মালামাল লোড-আনলোডের জন্য রাতের বেলা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবির মুখে সবার সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।