নীলফামারীতে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আল-আমিন, নীলফামারী: ৯৩ কেজি এক’শ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  নীলফামারীর পাশ্ববর্তী পঞ্চগড় জেলার বোদা উপজেলার মারিয়া ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে এই মূর্তি উদ্ধার করে বিজিবির টহল দল।

বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম। এতে বলা হয় মালকাডাঙ্গা বিওপির নায়েক সুবেদার শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে অভিযানকালে একটি খড়ের পালা থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়। এরদাম ৯৩ লাখ দশ হাজার টাকা।