পাঁজরের ইনজুরিতে সিরিজ শেষ পারনেলের

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতে জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দল দারুণ জয়রথে থাকলেও পেসার ওয়েন পারনেলের ইনজুরি প্রোটিয়া নির্বাচকদের নতুন করে ভাবাচ্ছে। পাঁজরের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না তিনি।

ঘরের মাঠ জোহার্নেসবার্গের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চোট পান তিনি। ফলে ডারবানে তৃতীয় ম্যাচে খেলা হয়নি তার। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে, ইনজুরির কারণে সিরিজে বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না তিনি।

ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে খেলেছেন ডোয়েনই প্রিটোরিয়াস। পারনেল দেশটির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইনজুরিতে পড়লেন। এর আগে ক্রিস মরিস ইনজুরিতে পড়ে দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন।

সদ্য পাওয়া এ চোটের কারণে ঘরের মাঠে প্রথম শ্রেণির প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের অর্ধেক সময়ে খেলতে পারবেন না পারনেল।

পোর্ট এলিজাবেথে আগামী ৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ ম্যাচটি মাঠে গড়াবে।