পুলিশের বাধায় অভিযোগ বিক্ষোভ সমাবেশ করতে পারেনি বিএনপি

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটে ফের পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ করতে পারেনি বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে বিএনপি। কিন্তু পুলিশের বাধায় কর্মসূচি পালন করতে পারেননি সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কিন্তু সকাল থেকেই পুলিশ মোতায়েন করে আমাদের সমাবেশস্থলকে ঘেরাও করে রাখা হয়, গেট বন্ধ করে রাখা হয়। অথচ গতকালই আমরা পুলিশ প্রশাসনকে বিক্ষোভ সমাবেশের বিষয়ে অবহিত করেছিলাম। গণতন্ত্র হত্যা বলে যে কথাটি আমরা বলছি, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে এভাবে বাধা দিয়ে সেটি আবারও প্রমাণ করল প্রশাসন।

এদিকে পুলিশ বলছে বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কায় বিএনপিকে বিক্ষোভ সমাবেশ করতে দেওয়া হয়নি।

নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ বলেন, অতীতে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছেন। আজও করতে পারতেন। এ জন্য তাদেরকে মিছিল করতে দেওয়া হয়নি।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে সিলেটে কালো পতাকা মিছিল করতে গিয়েও পুলিশের বাধার মুখে পড়েছিল বিএনপি।