প্রতিপক্ষের মাঠে নেইমারের লাল কার্ডের; বার্সার হার

খেলা ডেস্ক : নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। শিরোপার জন্য মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ বলে তা দেখার কথা জানিয়েছিলেন বার্সেলোনা কোচ লুইস এনরিক।

সাড়ে চার ঘন্টা আগে মাঠে নেমে অ্যাটেলেটিকো মাদ্রিদের বিপক্ষে ওই ম্যাচে ১-১ ব্যবধানে পয়েন্ট হারিয়েছিল লা লিগা টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ।এই ফলাফলে সাময়িক সময়ের জন্য খুশিই হয়েছিল বার্সা সমর্থকরা। এর কয়েক ঘন্টা পর মালাগার বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলে রিয়ালকে ছুঁয়ে ফেলার সুযোগ হয়েছিল বার্সার। কিন্তু প্রতিপক্ষের মাঠ নেইমারের লাল কার্ডের দিনে উল্টো ২-০ ব্যবধানে হেরে ভক্তদের হতাশ করেছে কাতালান ক্লাবটি। এ নিয়ে শেষ তিনটি অ্যাওয়ে ম্যাচের দুটিতেই হারল বার্সা।

চলতি মৌসুমে মালাগার বিপক্ষে বার্সার ম্যাচটিকে টার্নিং পয়েন্ট বলে দাবি করেছিলেন অনেকেই। লা লিগায় এই মৌসুমে এখনও পর্যন্ত মালাগার বিপক্ষে জয় পায়নি বার্সা। গতকাল সবশেষ ম্যাচে হারের আগে নভেম্বরে প্রথম দেখায় গোলশূন্য ড্র হয়েছিল ম্যাচটি।

মালাগার মাঠ এস্তাদিও লা রোসালেদায় ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে বেশ আক্রমণাত্মক ভাব লক্ষ্য করা যায়। আক্রমণাত্মক খেলতে গিয়ে ম্যাচের ৮ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেন বার্সার জর্দি আলবা। ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন নেইমার। ম্যাচের ৩০ মিনিটে গোলের সুযোগ পেয়েও শেষপর্যন্ত মালাগার গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি মেসি।

তবে এর দুই মিনিট পর ভুল করেনি মালাগা। হুয়ান কার্লোসের বাড়ানো বল থেকে দারুণ দক্ষতায় বার্সেলোনার জালে বল পাঠান দলটির প্রাক্তন স্ট্রাইকার সান্দ্রো। আর প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিশ্রামে যায় কাতালান ক্লাবটি।

বিশ্রাম শেষে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সা। ম্যাচের ৬৫ মিনিটে বড় ধাক্কাটি খায় দলটি। প্রতিপক্ষ খেলোয়াড় লরেন্তেকে অহেতুক ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির তারকা খেলোয়াড় নেইমারকে। আক্রমনভাগে নেইমারকে হারিয়ে ১০ জনের বার্সার বিপক্ষে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মালাগা।

ম্যাচের ৭৮ মিনিটে সার্জিও রবার্তোকে ফাউল করলে পেনাল্টির আবেদন করে বার্সা। কিন্তু টিভি রিপ্লেতে সেটা পেনাল্টি দেখা গেলেও ম্যাচ রেফারি ফ্রি-কিকের নির্দেশ দেন।

নির্ধারিত সময়ের শেষ মুহুর্তে জোনাথন রদ্রিগেস ব্যবধান দ্বিগুণ করলে হার নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। স্বদেশি মিডফিল্ডার পাবলো ফোর্নালসের পাস পেয়ে জালে বল পাঠান জোনাথন। ফলে ২-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে।

এ হারের ফলে ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।