প্রধানমন্ত্রীর সংবর্ধনা পাবেন ৪০০ ক্রীড়াবিদ

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক অঙ্গনে গত ছয় মাসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের সংবর্ধনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১৬ এপ্রিল গণভবনে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে ভালো পারফর্ম করা ক্রীড়াবিদদের দেওয়া হবে আর্থিক পুরস্কার। নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

গত অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যেসব খেলোয়াড় ব্যক্তিগত বা দলগতভাবে দেশে-বিদেশে আন্তর্জাতিক ক্রীড়ায় অংশ নিয়েছেন তাদের সবাইকে গণভবনে নিমন্ত্রণ জানানো হয়েছে।

এর মধ্যে রয়েছে জাতীয় ক্রিকেট দল, নারী ক্রিকেট দল, হ্যান্ডবল, সাঁতার, যুব হকি, জাতীয় হকি দল, শুটিং, ভারোত্তোলন, মহিলা ফুটবল, অনূর্ধ্ব-১২ ছেলেদের ফুটবল, গলফ, আর্চারি, দাবা, জুনিয়র ব্যাডমিন্টন, ইনডোর হকিতে নারী-পুরুষ, রোলবলের ক্রীড়াবিদরা। সব মিলিয়ে চারশ ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবেন।

এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সেক্রেটারী অশোক কুমার বিশ্বাস বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে ক্রীড়ায় পাওয়া সাফল্যর জন্য প্রধানমন্ত্রী ক্রীড়াবিদ, কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। তাদের গণভবনে সংবর্ধনা দেওয়া হবে। ভবিষ্যতে ভালো করতে অনুপ্রাণিত করবেন প্রধানমন্ত্রী।’

২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত ও শ্যুটার শাকিল আহমেদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দিবেন প্রধানমন্ত্রী। স্বর্ণ জয়ের পর প্রধানমন্ত্রী তাদের ফ্ল্যাট পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।