ফকিরহাট জাতীয় ইঁদুর নিধন অভিযান অনুষ্ঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকাল ১০টায় জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“আসুন সম্পদ ও ফসল রক্ষায়’ ‘সম্বিলিতভাবে ইঁদুর নিধন করি” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাসরুল মিল্লাত। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্তের স ালনায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, কৃষক আবুল মুনসুর, মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।

এসময় উপজেলা খাদ্য কর্মকর্তা ফাহমিদা পারভীন বানু, উপ-সহকারি উদ্ভীদ সংরক্ষণ অফিসার নয়ন সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, শেখ বিল্লাল হোসেন, শেখ নাজির আহম্মেদ, বিপ্লব কুমার দাশ, প্রদীপ মন্ডল, সুমন বাগচী, দেবদাস বালা, বিপুল মজুমদার, বিপুল পাল, অভিজিৎ গাইন, সলেমান হোসেন, তানিয়া রহমান, আফরোজা মুমু, শাহনিরা মুস্তারী সহ বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।