ফিফার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েই ফুটবলকে আরো প্রসারিত

ক্রীড়া ডেস্ক : সেপ ব্লাটারের পর ফিফার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েই ফুটবলকে আরো প্রসারিত করার কথা জানিয়েছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। সবার কাছে ফুটবলকে পৌঁছে দিতে ৩২ থেকে সরিয়ে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়েছিলেন তিনি।

বিশ্বব্যাপি অনেকেরই সমর্থন পাওয়ায় সেদিকেই এগোচ্ছিলেন ইনফান্তিনো। কিন্তু বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলা এমন প্রস্তাবের সঙ্গে একমত নন। তিনি মনে করছেন ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করলে ক্লান্তিতে মারা যাবেন ফুটবলাররা।

এবার ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো ২০১৬ আসর আগের ১৬ দল থেকে বাড়িয়ে তা ২৪ দলে হয়েছিল। ইউরোর অভিজ্ঞতা থেকে গার্দিওলা মনে করছেন ৪০ কিংবা ৪৮ দলে খেলা হলে খেলোয়াড়দের খুব পরিশ্রম করতে হবে।

শুক্রবার সাংবাদিকদের ম্যানসিটি কোচ গার্দিওলা জানান, ‘এটা কেবল ইংলিশ ফুটবল নয়। এখন তারা ৪৮ দল নিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজনের কথা বলছে। আমরা খেলোয়াড়দের মারতে যাচ্ছি। আমরা খেলার গুনগত মান চাইছি আবার দলের সংখ্যাও বাড়াতে চাচ্ছি, যাতে খেলোয়াড়রা কোনো বিশ্রাম না পায়। এটা তাদের উপর খুব চাপ প্রয়োগ করবে। অনেক প্রতিযোগিতা ও অধিক ম্যাচ খেলোয়াড়দের উপর আলাদা চাপ তৈরি করে।’

তবে খেলোয়াড়দের বিশ্রামের কথা জানালেও ফিফার সিদ্ধান্তকে সম্মান জানান গার্দিওলা, ‘আমরা তাদের সিদ্ধান্ত মেনে নেব। ফিফা এটা নির্ধারণ করবে। কারো ভালো না লাগলে সে সরে যাবে। আমি শুধু খেলোয়াড়দের দিকটা ভাবছি। তাদেরকে নিঃশ্বাস এবং উপভোগের জন্য একটু বিরতি দিতে হবে।’