ফিরেই উইকেট পেলেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক : এবারের ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল।

কিন্তু লিগের প্রথম রাউন্ডে আশরাফুলের গল্পটা যেন ‘ফিরেও ঠিক ফেরা হলো না’। বৃষ্টির বাগড়ায় প্রথম রাউন্ডে যে ব্যাট হাতে মাঠেই নামা হয়নি তার!

অবশেষে অপেক্ষার অবসান ঘটল। মাঠে নামলেন আশরাফুল। তবে বল ব্যাট হাতে নয়, বল হাতে! এরই মধ্যে উইকেটও পেয়েছেন।

রোববার খুলনায় বরিশাল বিভাগের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে আশরাফুলের দল ঢাকা মেট্রো। ইনিংসের ১২তম ওভারেই আশরাফুলের হাতে বল তুলে দেন অধিনায়ক মার্শাল আইয়ুব।

বোলিংয়ে শুরুটাও করেছেন মেডেন ওভার নিয়ে। আশরাফুলের প্রথম ওভার থেকে কোনো রানই নিতে পারেননি বরিশালের ওপেনার শাহরিয়ার নাফীস।

নিজের অষ্টম ওভারে এসে উইকেটের দেখাও পেয়ে যান আশরাফুল। তার বলে শামসুর রহমানকে ক্যাচ দিয়ে আউট হন ফজলে মাহমুদ রাব্বি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা আশরাফুলের ১৬২ নম্বর উইকেট। এই ওভার শেষে আশরাফুলের বোলিং ফিগার ৮-৪-১০-১!

ম্যাচ পাতানোর কলঙ্ক মাথায় নিয়ে ২০১৩ সালে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হন আশরাফুল। টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান গত ১৩ আগস্ট সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন। এবার ফিরলেন ঘরোয়া ক্রিকেটে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে আশরাফুল নিষিদ্ধ থাকছেন ২০১৮ সাল পর্যন্ত।