বগুড়ায় নারীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আব্দুর রাজ্জাক, বগুড়া থেকেঃ বগুড়া র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।
র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা হইতে ঠাকুরগাঁও গামী ০১ টি পরিবহন বাসে ০৩ জন ব্যক্তি যাত্রীবেসে মাদকদ্রব্য গাঁজা পরিবহন করতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৩ নভেম্বর  ৩ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন চারমাথা বাস টার্মিনালে রংপুর টু ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে ফাকা জায়গায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার জগন্নাথপুর গ্রামের আবু খায়েরের ছেলে মোঃ হৃদয় (২২), ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশিদল গ্রামের -মোঃ রনির স্ত্রী মোছাঃ আখি খাতুন (৩২) মাদক ব্যবসায়ীকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
র‍্যাব-১২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান বলেন, র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।