বাংলাদেশের চাই ২৮১

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কার কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় ম্যাচটি শুরু হয়েছে। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

স্কোর: শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৮০/৯।

আউট: দানুশকা গুনাথিলাকা (৩৪), উপুল থারাঙ্গা (৩৫), চান্দিমাল (২১), সিরিবর্ধনা(১২), মেন্ডিস (৫৪), গুনারত্নে (৩৪), সেকুজে প্রসন্ন (১, দিলরুয়ান পেরেরা (১৫), থিসারা পেরেরা (৫২)।

শেষ ওভারে মাশরাফির ২ উইকেট: আগের ওভারে মুস্তাফিজের হিসেবী ওভারের (৬ রান) পর ইনিংসের শেষ ওভারটি করতে বল তুলে নেন মাশরাফি। ৪৯তম ওভারের দ্বিতীয় বলেই তামিমের হাতে ক্যাচ দিয়ে দিলরুয়ান পেরেরাকে আউট করেন মাশরাফি। পঞ্চম বলে মাশরাফির শিকার থিসারা পেরেরা। তাসকিনের হাতে ধরা পড়ার আগে ৪০ বলে ৫২ রান করেন থিসারা পেরেরা।

পেরেরার ফিফটি: সাতে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন থিসারা পেরেরা। মুস্তাফিজুর রহমানের বল কভারে ঠেলে ২ রান নিয়ে ৩৭ বলে ফিফটি পূর্ণ করেন লঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান।

মুস্তাফিজের দ্বিতীয় আঘাত: ইনিংসের ৪৫তম ওভারে লঙ্কান শিবিরে আঘাত হানেন মুস্তাফিজ। আগের ওভারে মাশরাফির পর বোলিংয়ে এসে উইকেট তুলে নিলেন মুস্তাফিজও। মুস্তাফিজের বলে লং অফে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ব্যক্তিগত ১ রানে সেকুজে প্রসন্নকে সাজঘরে পাঠান মাহমুদউল্লাহ রিয়াদ।

মুস্তাফিজের পর মাশরাফির আঘাত: শেষ মুহূর্তে স্বাগতিকদের ভালোই চেপে ধরেছে টাইগাররা। মেন্ডিসের পর গুনারত্নকে আউট করে মাশরাফি। ইনিংসের ৪৪ তম ওভারে মাশরাফির বলে মিডঅনের উপর ক্যাচ তুললে তা লুফে নেন মাহমুদউল্লাহ। ফলে ৪৪ বল মোকাবেলায় ৩৪ রানে সাজঘরে ফেরেন গুনারত্নে।

মেন্ডিসকে ফেরালেন মুস্তাফিজ: ফিফটির পর ক্রিজে ক্রমেই বিপদজনক হয়ে উঠছিলেন কুশাল মেন্ডিস। দলের অন্যরা যখন রানের জন্য সংগ্রাম করছিলেন তখন এক প্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছিলেন তিনি। কিন্তু সেই পথের কাঁটা সরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান কাটার মাস্টার মুস্তাফিজ। গুরুত্বপূর্ণ সময়ে মুস্তাফিজের করা ইনিংসের ৩৭তম ওভারের শেষ বলটি মেন্ডিসের ব্যাট ছুঁয়ে মুশফিকের গ্লাভসবন্দি হয়। মুস্তাফিজের অফ কাটারে ধরা পড়ার আগে ৭৬ বলে ৫৪ রানের ইনিংস খেলেন মেন্ডিস।

মেন্ডিসের ফিফটি: দিনের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেও লঙ্কানদের হয়ে প্রথম ফিফটির দেখা পান ওয়ানডাউনে নামা কুশাল মেন্ডিস। তাসকিনের করা ইনিংসের ৩৪ তম ওভারের শেষ বলটি স্কায়ার লেগ অঞ্চলে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে ফিফটি পূরণ করেন মেন্ডিস। ৬৬ বলে ৪টি চারে পঞ্চাশ রান পূরণ করেন তিনি।

আবারও রানআউট: চান্দিমালের পর আরেক রানআউটে সাজঘরে ফিরলেন মিলিন্দা সিরিবর্ধনা। মিরাজের করা ইনিংসের ৩১তম ওভারের তৃতীয় বলে রানআউটে কাঁটা পড়েন তিনি। মেন্ডিসের সঙ্গে ঠিকমতো বোঝাপড়া না হওয়ায় বিপত্তি হয়। শুভাগতের থ্রো থেকে দারুণ দক্ষতায় স্টাম্প ভেঙে দেন মুশফিক। ফলে ব্যক্তিগত ১২ রানেই প্যাভিলয়নে ফিরতে হয় সিরিবর্ধনাকে।

রানআউট হয়ে ফিরলেন চান্দিমাল: এর আগে বেশকটি রানআউটের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অবশেষে সাকিবের করা ইনিংসের ২৬তম ওভারের শেষ বলে সাফল্য এলো। ডিপ পয়েন্ট থেকে তাসকিনের দুর্দান্ত থ্রো থেকে স্টাম্প ভেঙ্গে দেন মুশফিকুর রহিম। এ সময় চান্দিমাল দ্রুত ফিরলেও তার পা এবং ব্যাট শূণ্যে থাকায় কপাল পুড়ে। ভারতীয় আম্পায়ার এস রবি বিভিন্ন আঙ্গিক থেকে রিপ্লেতে দেখার পর আউটের সিদ্ধান্ত দেন। সেকেন্ডের ভগ্নাংশ সময়ের ব্যবধানে এমন নাটকীয় রানআউট সবাইকে বিস্মিত করে। ফলে অফ ফর্মে থাকা চান্দিমালের ২১ রানের ইনিংসে ছেদ পড়ে।
তাসকিনের বলে বোল্ড থারাঙ্গা: ওয়াইড দিয়ে বোলিং শুরু করেন তাসকিন। এরপর দুই-তিনটি বাজে বলও করেছিলেন। কিন্তু নিজের তৃতীয় ওভারে দলকে সাফল্য এনে দেন ডানহাতি এ পেসার। তাসকিনের বল মিডলে পড়ে স্কিড করে স্টাম্পে আঘাত করে। বাড়তি পেস এবং খানিকটা বাউন্সে বল মিস করেন থারাঙ্গা। আউট হওয়ার আগে ৩৫ বলে ৩৫ রান করেন লঙ্কান অধিনায়ক।

মিরাজের হাত ধরে প্রথম সাফল্য: ১১তম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। নিজের তৃতীয় ওভারে মিরাজ আউট করেন দানুশকা গুনাথিলাকাকে। মিরাজের বলে ফরোয়ার্ড ডিফেন্স খেলতে গিয়ে শর্ট এক্সট্রা কাভারে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন। ৩৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৪ রান করেন গুনাথিলাকা।

শ্রীলঙ্কার উড়ন্ত সূচনা: টস হেরে ব্যাটিং করতে নেমে আক্রমণাত্মক ক্রিকেট খেলছে শ্রীলঙ্কা। ৮ ওভার শেষে স্বাগতিক দলের রান ৬১। উপল থারাঙ্গা সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। ২৪ বলে লঙ্কান অধিনায়ক এখন পর্যন্ত তুলেছেন ২৮ রান। দানুশকা গুনাথিলাকা ২২ বলে করেছেন ২৮ রান। মুস্তাফিজুর রহমানের করা ষষ্ঠ ওভারে ১৪ রান তুলেছে লঙ্কান দুই ওপেনার।

ত্রিশ মিনিট পেছাল ম্যাচ: বাংলাদেশ সময় সকাল দশটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ ত্রিশ মিনিট পিছিয়ে দিয়েছে। সকাল সাড়ে দশটায় ম্যাচ শুরু হবে।

টস: টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন

একাদশে পরিবর্তন : বাংলাদেশ একাদশে আজ কোনো পরিবর্তন আনা হয়নি।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

সিরিজ: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল বাংলাদেশ। ৯০ রানের জয়ে বাংলাদেশ লিড পায় ১-০ ব্যবধানে। দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের সূবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টিতে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়।

সিরিজ জিতবে তো বাংলাদেশ: দেশের বাইরে চারটি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ পঞ্চম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। এর আগে জিম্বাবুয়ের মাটিতে দুবার, একবার কেনিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

ছয় বছর পর সিংহলিজে ওয়ানডে ম্যাচ: ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি সিংহলিজের এ মাঠে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘদিন পর ঐতিহাসিক এ মাঠে ফিরছে ওয়ানডে ক্রিকেট।

রৌদ্যজ্বল আবহাওয়া: আগের দুদিন আকাশ কিছুটা মেঘলা থাকলেও আজ কলম্বোর পুরো আকাশে মিষ্টি রোদ। আকাশ এখন অনেকটাই মেঘমুক্ত। রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় মাঠে নামছে দুই দলের ক্রিকেটাররা।