বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক : দারুণ সম্ভাবনা জাগিয়েও প্রথম ম্যাচে হার মানে বাংলাদেশ। সেখানে থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আজ রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টাইগাররা।

দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

প্রথম ম্যাচে হেরে যাওয়ায় ভক্ত-সমর্থকরা হারের চুলচেরা বিশ্লেষণ করছেন। তাদের মতে মোসাদ্দেক হোসেনের ডাক মারা ও মোশাররফ হোসেন রুবেলের ব্যর্থতা প্রকট। তাই পরের ম্যাচে সেরা একাদশে এই দুই তারকাকে না রাখার পক্ষে তারা।

তাদের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন নাসির হোসেন ও আল-আমিন হোসেন। এদিকে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করার পর প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে দলে নিজের জায়গাটা পোক্ত করেছেন ইমরুল কায়েস। তাকে পেছনে ফেলে সৌম্য সরকারের সেরা একাদশে ঢোকাটা এক প্রকার অসম্ভব।

চলুন দেখে নিই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

১. তামিম ইকবাল
২. ইমরুল কায়েস
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. মোসাদ্দেক হোসেন
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. আল-আমিন হোসেন
১০. শফিউল ইসলাম
১১. তাসকিন আহমেদ।