বাংলাদেশে আসতে পেরে ভালো লাগছে

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড দল এখন বাংলাদেশে।

৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। তার আগে ৪ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা।

রোববার ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তাকে নিরাপত্তার বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। কারণ, এক সময় নিরাপত্তার ইস্যুতে ইংল্যান্ডের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছিল।

মিরপুরে রোববার নিরাপত্তার বিষয়ে ইংলিশ অধিনায়ক বলেন, ‘উপমহাদেশের সিরিজ খেলতে আসলে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এটি আসল সর্বপ্রধান একটি বিষয়। আমরা সবকিছু ভালো বিবেচনা করেই এখানে এসেছি। অবশ্য আমাদের অনেক নিরাপত্তা দেওয়া হচ্ছে এখানে। আসলে এটা আমাদের এই সফরের অবিচ্ছেদ্য একটা অংশ। ভালো লাগার বিষয় হচ্ছে শেষ পর্যন্ত আমরা এই সফরে আসতে পেরেছি। বাংলাদেশে আসতে পেরে ভালো লাগছে। এখানকার মানুষ ক্রিকেটের জন্য পাগল। আজ থেকে আমরা অনুশীলন শুরু করব এবং ক্রিকেট নিয়ে ভাবতে শুরু করব। সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করব। আশা করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে।’

বাংলাদেশ সফরে আসতে তাকে কোন বিষয়টি উৎসাহিত করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এই সফরের সিদ্ধান্তটা ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড নিয়েছে। যখন সিরিজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হল এবং খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হল- তখন আর আমাদের কোনো শঙ্কা থাকেনি। আসলে বোর্ড এই সফরে আমাদের পাঠানোর আগে কোনো কিছুরই ঘাটতি রাখেনি। তারা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখেই সফরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আসলে আমরা এখানে খেলতে আসতে চেয়েছি। আমি মনে করি নিরাপত্তার বিষয়টি কখনো ইস্যু হয়নি। দিনশেষে ইংল্যান্ড ও বাংলাদেশ খেলবে সেটাই সবচেয়ে সুন্দর বিষয়।’