বাংলাদেশ সফরে আসছেন না স্টোকস-উড

ক্রীড়া ডেস্ক : আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে এই সফরে আসছেন না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ও পেসার মার্ক উড।

মূলত শীত মৌসুমে তাদের বিশ্রাম দিচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সে কারণে বাংলাদেশ ও ভারত সফরে তাদেরকে স্কোয়াডে রাখা হচ্ছে না।

এ বছর এই দুজন ইতিমধ্যে অনেক ম্যাচ খেলেছেন। তাই ইনজুরির হাত থেকে তাদের রক্ষা করতে দলের বাইরে রাখা হচ্ছে। যাতে তারা বিশ্রাম নিয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে।

এদিকে অলরাউন্ডার ক্রিস জর্ডান সতীর্থ মঈন আলীর সঙ্গে সুর মিলিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি দলে নির্বাচিত হন তাহলে বাংলাদেশ সফরে আসবেন। জর্ডান বলেন, ‘আমি যদি বাংলাদেশ সফরের জন্য নির্বাচিত হই তাহলে নিশ্চিতভাবেই সফরে যাব। আসলে মাঠের বাইরের যেকোনো বিষয় নিয়ন্ত্রণ করা সম্ভব।’

ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান বাংলাদেশ সফরে আসবেন কি আসবেন না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি।