বিজিবির অভিযানে শিবগঞ্জে ৬০ হাজার টাকা মূল্যের ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার 

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ:  চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত ঘেঁষা শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি কিরণগঞ্জ বিওপির ব্যাটালিয়নের একটি টহল দল ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। 

৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন

জানাগেছে, মে বৃহস্পতিবার রাত টা থেকে মে শুক্রবার ভোর টা পর্যন্ত অধিনায়ক লে.কর্নেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি নেতৃত্বে সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবি এমএসসহ কিরণগঞ্জ বিওপির টহল দল  বিশেষ অভিযান পরিচালনা করে। সময় বিভিন্ন ক্যাম্পের ২৮ জন সদস্য অংশগ্রহণ করেন। 

এরই এক পর্যায়ে জমিনপুর সীমান্তে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের সিজার মূল্য ৬০ হাজার টাকা। চোরাকারবারিরা টহল দল দেখে মাদকদ্রব্য ফেলে ভারতে পালিয়ে যায়। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে