বিরাট কোহলির ব্যাটে রানের ফোয়ারা ছুটছেই

ক্রীড়া ডেস্ক : বিরাট কোহলির ব্যাটে রানের ফোয়ারা ছুটছেই। ভারতীয় ব্যাটিং সেনসেশন চলতি ইংল্যান্ড সিরিজে তুলে নিয়েছেন দ্বিতীয় সেঞ্চুরি।

ওয়াংখেড়েতে সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন শনিবার তিন অঙ্ক ছুঁয়েছেন কোহলি।

এর আগে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টেও করেছিলেন সেঞ্চুরি। চলতি সিরিজে দুই সেঞ্চুরি আর তিন ফিফটিতে এরই মধ্যে ৫০০ রান পেরিয়ে গেছে তার।

সুনীল গাভাস্কারের পর মাত্র দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে ৫০০ বা এর বেশি রান করলেন কোহলি। গাগাভাস্কার যেটি করে দেখিয়েছিলেন দুবার।

১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ছয় ম্যাচে করেছিলেন ৭৩২ রান। ১৯৮১-৮২ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ছয় ম্যাচে করেছিলেন ঠিক ৫০০ রান।

এবার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই কোহলির রান ৫০০ ছাড়িয়েছে। ওয়াংখেড়েতে সেঞ্চুরিতে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে চলতি বছর হাজার রানের মাইলফলকও পেরিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান।

শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান করলেন কোহলি। এদিন ক্যারিয়ারের ৪ হাজার রানও পূর্ণ করেছেন ২৮ বছর বয়সি ব্যাটসম্যান।