বিশ্বকাপের থেকেও ম্যাচটি জেতা আরও সহজ ছিল

মিরপুর থেকে : বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ কিভাবে হেরেছে সেই কারণ এখনও খুঁজে বেরাচ্ছেন সাকিব আল হাসান!

বিশ্বকাপে বাংলাদেশ দল যেই ভুল করেছিল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একই ভুল করেছে বাংলাদেশ। মাশরাফির ভাষায়, ‘আমরা নিজেদের দোষে প্রথম ম্যাচ হেরেছি।’ ২৭১ এ থাকা বাংলাদেশ ২৮৮ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে দেয়। এমন ম্যাচ হারা মাশরাফির ভাষায় অপরাধ।

তবে মাশরাফির মতে ভারতের ম্যাচটি থেকে ইংল্যান্ড ম্যাচটি জেতা আরও সহজ ছিল। শনিবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আসলে আমাদের জন্য প্রথম ম্যাচটি হারা খুব পীড়াদায়ক ছিল। অনেকেই জানতে চায় আমাদের অনুভূতিটা কী! আমরা সেদিন রাত ৩টা পর্যন্ত আমার রুমে বসে গল্প করেছি। সেখানে সিনিয়র ক্রিকেটারসহ অনেকেই ছিল। আমরা ম্যাচ নিয়ে বারবার কথা বলেছি, ম্যাচটি ভুলে যাওয়ার চেষ্টা করেছি। ভারতের বিপক্ষে ম্যাচটির কথা যদি চিন্তা করি তাহলে আমরা এখানেও সেই একই ভুল করেছি। বারবার আলাপ করেছি কিভাবে একই ভুল করেছি। যদি ওই ম্যাচের সঙ্গে তুলনা করি তাহলে বলব বিশ্বকাপের থেকেও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আরও সহজ ছিল। কারণ ৬ উইকেট হাতে ছিল, দুটা সেট ব্যাটসম্যান তখনও ক্রিজে। অবশ্যই এ ম্যাচ জেতা সহজ ছিল।’

দুঃস্মৃতি ভুলে দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফিরতে পেরে মাশরাফি সন্তুষ্ট। তার ভাষ্য, ‘শুরুতে আমরা হয়তো উইকেট হারিয়েছি কিন্তু পরবর্তীতে ম্যাচে ফিরে আসি। রিয়াদ (মাহমুদউল্লাহ) অ্যাপ্রোচ ঠিক ছিল। নাসির অনেক দিন পর ফিরে এসে ভালো করেছে। শুরুতেই উইকেট তুলে নিয়ে চাপ তৈরী করতে পেরেছি। এরপর মাঝপথে দ্রুত উইকেট তুলে নিই। শেষ দিকে আমরা আরও পেশাদারিত্ব দেখাতে পারতাম। ওভারঅল সব কিছু ভালো হয়েছে। সিরিজ জয়ের একটা সুযোগ আছে। আমাদেরকে এ সুযোগটি নিতে হবে।’