বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে সাকিব

যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাতেই দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বোর্ড প্রেসিডেন্টের জরুরি বার্তা পেয়ে নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর শনিবার (১৩ আগস্ট) নাজমুল হাসান পাপনের সঙ্গে তার গুলশানস্থ বাসভবনে বেলা ৩টার পর বৈঠকে বসেছেন সাকিব।

বেটউইনার নিউজের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তির ইস্যুতে গেল কদিনে বেশ উত্তাল ছিল দেশের ক্রিকেটাঙ্গন।

এই এক ইস্যুতে থমকে গিয়েছিল বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণাও। তবে বিসিবির চাপের মুখে সাকিব চুক্তি থেকে সরে আসায় সেই উত্তেজনা এখন অনেকটাই কমে গেছে। সবশেষ গেল মধ্যরাতে দেশে ফেরার পর নিজের ফেসবুক পেজ থেকে চুক্তি সংক্রান্ত পোস্টটিও সরিয়ে ফেলেছেন টাইগার অলরাউন্ডার।

আর তাই এশিয়া কাপের দল ঘোষণা করতে আর কোনো বাধা রইল না। সবকিছু ঠিক থাকলে শনিবার (১৩ আগস্ট) বিকেলের মধ্যেই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।