বেনাপোলে কোটি টাকার সোনাসহ আটক ২

যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রায় কোটি টাকা মূল্যের ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি সোনার বারসহ ২ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।

তারা হলেন- পুটখালী গ্রামের মোক্তার আলীর ছেলে লিটন মিয়া ও বালুন্ডা গ্রামের আলী কদরের ছেলে শাহাজান মন্ডল।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই এলাহী জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারতে সোনা পাচারের চেষ্টা চলছে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে সন্দেহভাজন দুই পাচারকারী সীমান্ত এলাকায় প্রবেশ করলে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশী করে ১ কেজি ৪শ গ্রাম ওজনের ১২টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৯০ লাখ ৪০ হাজার ৭৭৮ টাকা।

পরে আটকদের বিরুদ্ধে সোনাপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়।