বেনাপোলে দায়ের কোপে কৃষককে হত্যা, গ্রেফতার ১

বেনাপোল

যশোরের বেনাপোলের রাজাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দায়ের কোপে আহত কৃষক মিজানুর রহমানের (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ ডিসেম্বর) রাতে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুরের মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান বেনাপোল পোর্টথানার রাজাপুর গ্রামের আল বাহারের ছেলে।

গ্রেফতার হওয়া আসামি হলেন- একই থানার খড়িডাঙ্গা গ্রামের সন্তোষের ছেলে সাইফুল ইসলাম (৫০)।

নিহতের পরিবার জানান, খড়িডাঙ্গা গ্রামের সাহেব আলীর জমি বর্গা চাষ করতেন মিজানুর রহমান। ওই জমির পাশেই আসামি সাইফুলের জমি। এ নিয়ে বিরোধের জেরে গত ২৩ ডিসেম্বর দুপুরে জমিতে কাজ করার সময় পেছন থেকে সাইফুল গাছি দা দিয়ে মিজানুরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ডিসেম্বর রাতে মারা যান মিজানুর।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন ভুইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সেদিন। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করেছে। ঘটনার মূল আসামি সাইফুল ইসলামকে গতকাল (শনিবার) গ্রেফতার করা হয়েছে। আজ (২৫ ডিসেম্বর) সকালে যশোর আদালতে আসামিকে সোপর্দ করা হয়েছে।