‘বোলাররা নিজেদের শক্তির জানান দিয়েছে’

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : স্টুয়ার্ট ব্রডের এক রান-আউট বাদে বাংলাদেশের বোলাররা ইংল্যান্ডদের ১৯ উইকেট তুলে নিয়েছে। এর মধ্যে স্পিনাররা পকেটে পুরেছে ১৮ উইকেট, ১ উইকেট পেয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বী।

সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ ৭টি করে উইকেট পেয়েছেন। তাইজুল পেয়েছেন ৪টি উইকেট। সব মিলিয়ে চাওয়া মত উইকেটে পেয়ে পয়মন্ত ভেন্যু চট্টগ্রামে দাপট দেখিয়েছে স্পিনাররা।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরুর আগে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘আমি খুবই খুশি যে বোলাররা ২০ উইকেট নিয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টির সাফল্যের সঙ্গে টেস্টের সাফল্যের কোনো সম্পর্ক নেই। আমরা ওয়ানডেতে ভালো করছি কারণ আমরা সেখানে সেরা খেলোয়াড় ও কম্বিনেশন পেয়েছি। টেস্টে আমরা এখনো সঠিক কম্বিনেশন তৈরি করতে পারিনি। স্পিনার যারা আছে তারা ভালো কিন্তু ২০ উইকেট নেওয়ার মতো বোলিং কম্বিনেশন আমাদের নেই।’

ইংল্যান্ডের বিপক্ষে ২০ উইকেট নেওয়ার পর কোচের অভিব্যক্তি, ‘বোলাররা প্রমাণ করেছে। তারা নিজেদের শক্তির জানান দিয়েছে। কৌশলগতভাবে আমরা ভালো একটি ম্যাচ খেলেছি। এ ধরণের উইকেটে ২০ উইকেট নেওয়ার মত কম্বিনেশন আমাদের রয়েছে।’

বোলারদের পারফরম্যান্সে খুশি হওয়ারই কথা হাথুরুসিংহের। টেস্টের শুরুতে বোলারদের পিছিয়ে রাখলেও চট্টগ্রামের পারফরম্যান্স নিশ্চিতভাবেই শিষ্যদের উপর কোচের বিশ্বাস বাড়াতে সহায়তা করেছে । গতকাল তৃতীয় দিন শেষে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেছিলেন, ‘আমারা ধারাবাহিকভাবে উন্নতি করছি। সেরা হতে আরেকটু সময় অপেক্ষা করতে হবে।’