বোমা বিস্ফোরণ আওয়ামিলীগ অফিসে

ভ্রাম্যমাণ প্রতিনিধি: খুলনার খান জাহান আলী এলাকার ৩৪ নম্বর ওয়ার্ড আওয়াম লীগ অফিসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অফিসের আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন।

খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো আহতের খবর নেই। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় আনুমানিক ৩০ বছরের এক যুবক আওয়ামী লীগ অফিসে আসেন। এ সময় অফিসে থাকা সুমন নামের ছাত্রলীগ কর্মীকে যুবকটি একটি বাজারের ব্যাগ রেখে বাথরুমে যাওয়ার কথা বলে বাইরে যান। এর কিছু সময় পর ব্যাগে রাখা বোমাটি বিস্ফোরিত হয়। অফিসের আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি।

এ ঘটনার পরপরই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেন।