ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পযন্ত ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে।

বাস ভাড়া কম দেওয়াকে কেন্দ্র করে জেলার সরাইল উপজেলার কুট্টপাড়া এবং খাটিহাতা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, বাস ভাড়া ৫ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে চালক ও যাত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সরাইলের কুট্টাপাড়া ও খাতিহাতা গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষ চলাকালে মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।