ভূরুঙ্গামারীতে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ’র উদ্বোধন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রন কার্যক্রমের আওতায় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
দেশ ব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের ৫-১২ বছর বয়সী শিশুদের ২২-২৭ অক্টোবর কৃমি নাশক ঔষধ সেবনের অংশ হিসেবে রবিবার সকালে ভূরুঙ্গামারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চোধুরী খোকন। এ সময় শিশুদের একটি করে ম্যাবেন্ডাজল ৫০০ ট্যাবলেট খাওয়ান হয়।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নির্মেলেন্দু রায়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম আল মাহমুদ, পরিসংখ্যানবিদ আইনুল হক, ইপিআই সুপারভাইজার আইনুল হক, স্বাস্থ্য ইনচার্জ আলহাজ্ব নিজাম উদ্দিন ব্যাপারী, ওসমান গনি প্রমুখ।