‘মশিউর রহমান রাঙ্গা জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন,‘শান্তিপূর্ণ বসুরহাটে জাতীয় পার্টির কোনো নেতাকে আহত করা হয়নি। মশিউর রহমান রাঙ্গা জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন।’

বসুরহাট পৌরসভা কার্যালয়ের হলরুমে আজ শনিবার সকালে এক ‘জনাকীর্ণ’ সংবাদ সম্মেলনে আবদুল কাদের মির্জা এসব কথা বলেন।

জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার দেওয়া বক্তব্যের সমালোচনা করে এসব কথা বলেন তিনি। এ ছাড়া গতকাল রাতে ফেসবুক লাইভে এসেও এ বিষয়ে বক্তব্য দেন বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

আজ সংবাদ সম্মেলনে কাদের মির্জা বলেন, ‘বসুরহাটে জাতীয় পার্টির কোনো নেতাকে আহত করা হয়নি। তারা ঘটনাটি না জানিয়ে বা তদন্ত না করে বসুরহাটের রাজনীতি অস্থিতিশীলতা করার জন্য এ মিথ্যাচার করেছেন। আগামী সাত দিনের মধ্যে মশিউর রহমান রাঙ্গার এ বক্তব্য প্রত্যাহার ও তাদের দলের নেতা কোম্পানীগঞ্জের জাতীয় পার্টির সাধারণ সস্পাদক সাইফুল ইসলাম স্বপনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কোম্পানীগঞ্জে হরতাল, অবরোধ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক মো. ইউনুছ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট শহিদুর রহমান তুহিন প্রমুখ।