মহিলাকে মারধরের ভিডিও ভাইরাল, গ্রেফতার ৯

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৫নং চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুরে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্।

তিনি বলেন, শুক্রবার রাতে বাউফল উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শাকিল হোসেন, মোঃ শাহআলম গাজী (৫০), মোঃ জাফর হাং(৪০), মোঃ হৃদয় বিশ্বাস (১৯), মোঃ সজিব হাং (১৯), মোঃ মনির মৃধা (৩৫), পারভেজ মীর (৩৫), ইউসুফ মৃধা (৩০) এবং মোঃ আজিজুল হক (৪৫)। তারা সকলে সবাই বাউফল উপজেলার চরমিয়াজান এলাকার বাসিন্দা।

গত ১৫ এপ্রিল সকালে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে আকলিমা আক্তার নামে এক নারীকে অমানবিকভাবে মারধর করা হয়।