মানসিক ভারসাম্যহীন যুবকের ছুরিকাঘাতে দুই কৃষকের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ মানসিক ভারসাম্যহীন এক যুবকের ছুরিকাঘাতে নরসিংদীতে দুই কৃষকের মৃত্যু হয়েছেন। এতে আরো একজন আহত হয়েছেন।

বুধবার (৭ এপ্রিল) দুপুরে মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল গ্রাম সগরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত সেন্টু মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে ঘাতক মানসিক ভারসাম্যহীন ইউনুসকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করে।

নিহতরা হলেন- চরাঞ্চলের সগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০) ও একই গ্রামের আলী আজগর (৬৫)।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল সগরিয়াপাড়া গ্রামের ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া বাড়ির অদূরে তার কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় একই গ্রামের মানসিক ভারসাম্যহীন ইউনুস আচমকা ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি কোপাতে থাকেন।

পরে একই ছুরি দিয়ে রাস্তার পাশে থাকা আজগার আলী ও সেন্টু মিয়াকেও কোপাতে থাকেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানসিক ভারসাম্যহীন ইউনুসকে আটক করে।

সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার চৌধুরী বলেন, মানসিক ভারসাম্যহীন ইউনুসকে আটকের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইসাথে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।