মা ও মেয়েকে ভারতে পাচারের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর : চাকরির প্রলোভন দিয়ে যশোর থেকে মা ও মেয়েকে ভারতে পাচারের অভিযোগে মামলা হয়েছে।

রোববার রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় সদর উপজেলার তফসিডাঙ্গা এলাকার আইয়ুব আলী নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।

মামলায় যশোরের মনিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামের বাসিন্দা ও তফসিডাঙ্গা গ্রামের তোতা গাজীর ভাড়াটিয়া আসাদ হাওলাদার ও তার প্রতিবেশী মৌসুমী বিবিকে আসামি করা হয়েছে।

মামলায় আইয়ুব আলী অভিযোগ করেন, আসামিরা তার স্ত্রী ও মেয়েকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে পাচার করে দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা তাদের প্রতিবেশী। প্রায়ই তারা তার স্ত্রী ও মেয়েকে ভালো চাকরির প্রলোভন দেখাত। তাদের বলা হতো, ভারতে নিয়ে গিয়ে তাদের চাকরি দেবে; তারা ভালো থাকবে। এই প্রলোভনে পড়ে তারা রাজি হয়। ২০১৫ সালের ১৪ আগস্ট আসামিরা তার স্ত্রী ও মেয়েকে ভারতে নিয়ে যায়। আসামিরা কৌশলে তাদের ভারতের একটি পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। গত ১৪ জানুয়ারি তার স্ত্রী ভারত থেকে জামাইয়ের মোবাইল নম্বরে ফোন করে জানান, আসামিরা তাদের ভারতের একটি পতিতালয়ে বিক্রি করে দিয়েছে।

যশোর কোতোয়ালি থানার এসআই জিয়ারত হোসেন জানান, মা ও মেয়ে পাচারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। রোববার রাতে সেটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।