মিরপুরে ৫ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

ঢাকা টেস্টে মিরপুরে লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারছে না টাইগার ব্যাটাররা। বিপর্যয় নেমেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে।শুরুতেই পাঁচ টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে বিপদে স্বাগতিকরা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার (২৩) সিরিজের দ্বিতীয় টেস্টে সকাল ১০টায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ব্যাট হাতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় ফেরেন শূন্য রানে।

এরপর ক্রিজে নেমে ব্যক্তিগত ৯ রানের ইনিংস খেলে অসিথা ফার্নান্দোর বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন মুমিনুল হক। ৮ রান করা নাজমুল হোসেন শান্তর উইকেট উপড়ে ফেলেছেন রাজিথা। তার পরের বলেই ক্রিজে এসে এলবিডব্লিউর শিকার হন সাকিব আল হাসান। তিনিও কোনো রান করতে পারেননি।

এখন পর্যন্ত ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২৪ রান। ৭ রান করে অপরাজিত থাকা মুশফিকুর রহিমকে সঙ্গ দিতে ক্রিজে নেমেছেন লিটন কুমার দাস।

জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ইনিংস শুরুর প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেছেন টাইগার ওপেনার জয়। প্রথম বল কোনোরকম প্রতিহত করলেও, দ্বিতীয় বলে তার স্টাম্প উপড়ে দিয়েছেন কাসুন রাজিথা। অফ স্টাম্পের বাইরের ইনসুইং বলে লাইন মিস করেন জয়। ২ বল মোকাবিলা করলেও তার ব্যাট থেকে কোনো রান আসেনি। পরের ওভারে আক্রমণে আসা অসিথা ফার্নান্দো ফেরান আরেক টাইগার ওপেনার তামিম ইকবালকে। তার করা তৃতীয় বলটি ব্যাটের কানায় লেগে গালিতে থাকা প্রবীণ জয়াউইক্রমার হাতে ধরে পড়ে। ৪ বল মোকাবিলায় তামিমও ফেরেন শূন্য রানে। ৫ হাজার রানের ক্লাবে তামিমের যোগের অপেক্ষা বাড়ল আরও একবার।