মেসি আজ বিয়ে করতে যাচ্ছেন

ডেস্ক: রেকর্ড পাঁচবারের ফিফা বর্ষসেরা পুরস্কার পাওয়া লিওনেল মেসি আজ বিয়ে করতে যাচ্ছেন। দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে গাটছাড়া বাঁধছেন আর্জেন্টাইন সুপারস্টার।

মেসির জন্মস্থান রোজারিওতে হবে মেসির বিয়ের অনুষ্ঠান। স্থানীয় সময় রাত ১০টায় রোজারিওর হোটেল সিটি সেন্টার ক্যাসিনো কমপ্লেক্সে রোকুজ্জোকে বিয়ে করছেন মেসি। মেসি-রোকুজ্জোর বিয়ে এরই মধ্যে পেয়ে গেছে গত কয়েক দশকে দক্ষিণ আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিয়ের স্বীকৃতি।

দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকছেন মেসি-রোকুজ্জো। তবে দুজনের পথ চলা শুরু আর্জেন্টিনার রোজারিওতে, ১৯৯৬ সালে। মেসির বয়স তখন ৯, রোকুজ্জোর ৫। তখন থেকেই প্রেম! আসলে প্রেম বলা যাবে না! তখন থেকেই দুজনের উঠা-বসা। বন্ধু লুকাস ক্যাগলিয়ার কাজিন রোকুজ্জো। ফলে মেসি-রোকুজ্জোর সাক্ষাৎ হতো হরহামেশাই।

 

সেই মেসির বয়স আজ ৩০, রোকুজ্জোর ২৬। অনেক কিছু পরিবর্তন হলেও দুজনের প্রতি দুজনের টান একটু পাল্টেনি। দুজনের ঘরে রয়েছে দুই ছেলে, থিয়াগো ও মাতেও। ২০০৭ সালের ২০ জুলাই নিজেদের সম্পর্ক প্রকাশ্যে স্বীকারের পর ২০০৯ সাল থেকে একসঙ্গে থাকতে শুরু করেন তারা। ২০১২ সালের ২ নভেম্বর মেসির প্রথম সন্তান থিয়াগোর জন্ম হয়। তিন বছর পর রোকুজ্জোর কোলজুড়ে আসে মাতেও।

বিয়েতে অতিথির সংখ্যা ২৬০ জন। মেসির সতীর্থরাও থাকবেন বিয়ের অনুষ্ঠানে। থাকবেন পুরোনো সতীর্থ জাভি হার্নান্দেজও। বার্সেলোনার পুরো ব্যাকরুম স্টাফও আছে অতিথির তালিকায়। এর মধ্যে আছে কিটম্যান, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, ম্যাসিউর। আছেন খেলোয়াড়দের যোগাযোগ কর্মকর্তা পেপে কোস্তাও। এরই মধ্যে অতিথিরা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রোজারিওতে পা রাখতে শুরু করেছেন। বৃহস্পতিবার স্থানীয় বিমানবন্দরে নেমেছে ১২টি বিমান, যা একদিনে সর্বোচ্চ। তাদের নিরাপত্তার ব্যবস্থাও করেছেন মেসি। প্রমোদ ভ্রমণে নিরাপত্তার দায়িত্বে থাকা ইসরায়েলের ‘বাউন্সার’পুরো বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

 

রোকুজ্জোর বিয়ের গাউন ডিজাইন করেছেন স্প্যানিশ ফ্যাশন ডিজাইনার রোসা ক্লারা। যিনি স্পেনের রানী লেতিজিয়ার বিয়ের পোশাকও তৈরি করেছিলেন। তবে মেসির পরনে কি থাকবে তা এখনও জানতে পারেনি স্পেনের কোনো গণমাধ্যম।

বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবে উরুগুয়ের বিখ্যাত পপ ব্যান্ড ‘রম্বাই অ্যান্ড মারামা’। মেসির সতীর্থ লুইস সুয়ারেজ ‘রম্বাই অ্যান্ড মারামা’ ব্যান্ডকে এনে দিয়েছেন। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকা শাকিরা গান গাইবেন কি-না তা নিশ্চিত নয়। তবে ম্যারাডোনার প্রাক্তন জামাতা অ্যাগুয়েরোর বর্তমান স্ত্রী কারিনা গান গাইবেন।

 

মেসির বিয়ের খাওয়া-দাওয়ার মেনুতে থাকছে বিখ্যাত লোক্রো স্টু ও এস্প্যানাদা প্যাস্টি। এ ছাড়া থাকছে আর্জেন্টিনার বিখ্যাত গরুর রোস্ট।

আন্তর্জাতিক ১৫৫ জন সংবাদিককে ‘অ্যাক্রিডিটেশন’ কার্ড দেওয়া হয়েছে। তবে অতিথিদের কাছে যেতে পারবেন না তারা। নিতে পারবেন না সাক্ষাৎকারও। বিয়েতে অতিথিদের উপহার না দিতে অনুরোধ করেছেন মেসি-রোকুজ্জো। তবে উপহারের অপশন খোলা রেখেছেন তারা। অতিথিদের অনুরোধ করেছেন ‘লিও মেসি ফাউন্ডেশনে’উপহারের অর্থ দান করতে। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখা, স্বাস্থ্য ও খেলাধুলা নিয়ে কাজ করেছে ‘লিও মেসি ফাউন্ডেশন।’