মোরেলগঞ্জে পানি স্যানিটেশনে বাজেট বৃদ্ধি সম্পর্কিত এ্যাভোকেসি সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ ২০১৭-১৮ অর্থবছরে বাগেরহাটের মোরেলগঞ্জে পানি স্যানিটেশন ও হাইজিন খাতে বাজেট বৃদ্ধি সম্পর্কিত এ্যাভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পানিই জীবন প্রকল্প অফিসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আলাহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনাপত্র পাঠ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি লিয়াকত আলী কান।
এতে বিশেষ অতিথি ছিলেন হেলভেটাস সুইস ইন্টারন্যাশনালের কান্টি ডিরেক্টর উম্মে হাবিবা, কো-অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল,উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন।

বেসরকারী সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (র্ডপ) ও  হেলভেটাসের আয়োজনে ও পানিই জীবন প্রকল্প ,র্ডপ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর আমির খসরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংস্তার মিডিয়া অফিসার আফম ফয়সাল,

এনজিও প্রতিনিধি সাখাওয়াত হোসেন রুমি, খলিলুুর রহমান , সাথী রানী প্রমুখ। মুখ্য আলোচক ছিলেন রিচার্স প্লানিং এন্ড মনিটরিং র্ডপ পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান।