মোশাররফ বাদ, ফিরলেন তাইজুল

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে বুধবার মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে সোমবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

স্কোয়াড থেকে বাদ পড়েছেন মোশাররফ হোসেন রুবেল। আর ফিরেছেন তাইজুল ইসলাম। আফগানিস্তান সিরিজে হঠাৎ করেই দলে ডাক পান মোশাররফ হোসেন রুবেল। সেদিন বল হাতে ভালোও করেছিলেন তিনি।

কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল, ব্যাট ও ফিল্ডিংয়ে সুবিধা করতে পারেননি তিনি। ফলে সমালোচনার ঝড় ওঠে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে তাকে দলে রাখা হয়নি। আর তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকেই বাদ পড়লেন বামহাতি অর্থোডক্স এই বোলার।

১. মাশরাফি বিন মুর্জতা (অধিনায়ক)
২. সাকিব আল হাসান (সহ-অধিনায়ক)
৩. তামিম ইকবাল
৪. সৌম্য সরকার
৫. ইমরুল কায়েস
৬. মোসাদ্দেক হোসেন সৈকত
৭. মাহমুদউল্লাহ রিয়াদ
৮. নাসির হোসেন
৯. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
১০. সাব্বির রহমান
১১. শফিউল ইসলাম
১২. তাইজুল ইসলাম
১৩. আল-আমিন হোসেন
১৪. তাসকিন আহমেদ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বর্তমানে ১-১ এ সমতা বিরাজ করছে। বুধবার চট্টগ্রামের শেষ ওয়ানডেটি এখন অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। পয়মন্ত ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে টাইগাররা টানা সপ্তম সিরিজ জয় নিশ্চিত করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।