‘ম্যানইউকে মিস করি’

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে শনিবার রিয়াল মাদ্রিদের হয়ে কার্ডিফে খেলতে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইংল্যান্ডে ভ্রমণের আগে প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার আগে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটির হয়ে ছয়টি মৌসুম খেলেছেন রোনালদো। প্রিয় ক্লাবের সমর্থকদের ভালোবাসার কথা এখনও ভুলতে পারেননি তিনি। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচের আগে আবারও সেকথা জানালেন রোনালদো।

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেললেও দলটির সমর্থকদের আচরণে সন্তুষ্ট নন রোনালদো। স্পেনে খেলার সময় গ্যালারিতে সমর্থকরা শিষ দিলে খুবই বিরক্ত হন রোনালদো। এ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড অনন্য বলে জানান তিনি।

জুভেন্টাসের বিপক্ষে ফাইনালের আগে এ প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আমি এটি পছন্দ করি না। নিজেদের স্টেডিয়ামে সমর্থকদের শিষ দেওয়াটা স্বাভাবিক নয়। মাঠে শতভাগ দেওয়া খেলোয়াড়ের বিপক্ষে তাদের এমন আচরণ হওয়া উচিত নয়। ম্যানচেস্টার ইউনাইটেডে আমি বহু বছর কাটিয়েছি, সেখানে এমন কখনো ঘটেনি। একবারের জন্যও নয়। মনে হয়, এই দিক থেকে ইংল্যান্ড আলাদা। স্পেনে আমি সুখী আছি তবে অবশ্যই আমি ইংল্যান্ডকেও মিস করছি। কেননা আপনি স্মৃতি মুছে ফেলতে পারবেন না।’

রিয়াল মাদ্রিদে ২০২১ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন রোনালদো। তবে সান্তিয়াগো বার্নাব্যুর এ ক্লাবটির হয়ে ৪০ বছর বয়স পর্যন্ত থাকার ইচ্ছা পর্তুগিজ এ অধিনায়কের।