ম্যানইউতে ফিরতে চান ইব্রাহিমোভিচ

খেলা ডেস্কঃ আগামী অক্টোবরে ৩৮ বছরে পা রাখবেন ‍জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে এখনো দু্র্দান্তভাবে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন সুইডিশ তারকা। যুক্তরাষ্ট্রের সকার লিগের ক্লাব এলএ গ্যালাক্সির স্ট্রাইকার ইঙ্গিত দিয়েছেন তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার।

অবশ্য রেড ডেভিলরা ইব্রার প্রতি এখনো কোনো আগ্রহ প্রকাশ করেনি। আগামী নভেম্বরে এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার। তখন যদি ম্যানইউ চায় তবে ওল্ড ট্রাফোর্ডে ফিরতে রাজি ইব্রা।

ফেরার আগ্রহ জানিয়ে সুইডিশ স্ট্রাইকার বলেন, ‘আমি সহজেই প্রিমিয়ার লিগে খেলতে পারব। সুতরাং ইউনাইটেডের যদি আমাকে দরকার হয়, আমি অবশ্যই যাব।’

২০১৮ সালের মার্চে দুই বছরের চুক্তিতে ওল্ড ট্রাফোর্ড ছেড়ে যুক্তরাষ্ট্রে আসেন ইব্রা। এলএ গ্যালাক্সির হয়ে এখন পযর্ন্ত ৪৯ ম্যাচে ৪৬ গোল করেছেন তিনি। তার আগে হাঁটুর চোটে পড়ার আগে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১৬-১৭ অভিষেক মৌসুমে ২৮ গোল করেছেন ইব্রা। রেড ডেভিলদের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, কমিউনিটি শিল্ড ও ইউরোপা লিগ।

অবশ্য ওল্ড ট্রাফোর্ডে ফিরলেও আগামী জানুয়ারির আগ পযর্ন্ত খেলার অনুমতি পাবেন না তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের দলবদলের বাজার খোলার পরই ইউনাইটেডের হয়ে খেলতে পারবেন ইব্রা।

প্রিমিয়ার লিগে ফেরার আগ্রহ জানালেও মাস কয়েক আগে এলএ গ্যালাক্সির হয়ে ২০১৯ সালের ডিসেম্বর পযর্ন্ত চুক্তি নবায়ন করেন ‘জ্লাতানেরা’। যুক্তরাষ্ট্রে আসার আগে কেবল জার্মানির বুন্দেসলিগা ছাড়া ইউরোপের সেরা পাঁচ লিগের চারটিতে খেলেছেন তিনি। খেলেছেন আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, এসি মিলান, বার্সেলোনা, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে।