যেই উইকেটে খেলা হয়েছিল সেখানে ২৪০ রান বড় স্কোর হত

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হারের পিছনে নিজেদের ব্যাটিং বিভাগকে দুষেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির মতে যেই উইকেটে খেলা হয়েছিল সেখানে ২৪০ রান বড় স্কোর হত।

পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি বিন মতুর্জ বলেন,‘আমরা শুরুটা ভালো করেছিলাম। অনেকগুলো জুটি হয়েছে। কিন্তু ওগুলো বড় হয়নি। ২০-৩০ রানের ইনিংসগুলো যদি ৫০ কিংবা তার বড় হত তাহলে আমাদের স্কোর আরও বড় হতে পারত। আমরা আজ আপ টু মার্ক ছিলাম না। উইকেটও ভালো ছিল না, স্লো ছিল। এ উইকেটে ২৪০ বড় স্কোর।’

তবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে দূত্যি ছড়ানো মোসাদ্দেকের প্রশংসা করেছেন মাশরাফি। অভিষিক্ত হওয়া এ ক্রিকেটারকে নিয়ে মাশরাফি বলেন, ‘মোসাদ্দেক প্রথম খেলতে নেমেই আপ টু মার্ক ছিল। সে দারুণ খেলেছে। লেট অর্ডারে ব্যাটিংয়ে দক্ষতা দেখিয়েছে। বোলিংও ভালো করেছে।’

ব্যাট হাতে ৪৫ রানের পর বল হাতে ১০ ওভারে ৩০ রানে ২ উইকেট নেন মোসাদ্দেক। ফিল্ডিং ১টি ক্যাচ নেওয়ার পাশাপাশি দূরন্তপণাও দেখিয়েছেন ২১ বছর বয়সি ক্রিকেটার।

আফগানিস্তানকে অভিনন্দন জানিয়ে মাশরাফি বলেন, ‘সম্প্রতি আফগানিস্তান ভালো ক্রিকেট খেলছে। আজও তারা ভালো খেলেছে। অভিনন্দন তাদেরকে।আমাদেরকে সিরিজ জিততে হলে শেষ ম্যাচে ভালো ক্রিকেট খেলে ফিরে আসতে হবে।’

দ্বিতীয় ওয়ানডেতে বুধবার বাংলাদেশকে ২ উইকেটের ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-১ ব্যবধান করেছে আফগানিস্তান। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে নেয় ৭ রানে। আগামী ১ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।