রাজধানী থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানী থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শহিদুল ইসলাম ও মো. গোলাম সরোয়ার সাজিদ।

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. ইউসুফ আলী বলেন, ‘শুক্রবার ডিবি উত্তরের ক্যান্টনমেন্ট জোনাল টিম মগবাজারের নয়াটোলা মোড় থেকে তাদের গ্রেপ্তার করে। এরা মোবাইল ও আইটি ডিভাইস ব্যবহার করে বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া আইডি, ফেসবুক মেসেঞ্জার গ্রুপ, হোয়াটস আ্যাপ এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষকদের কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেয়।’

পুলিশ জানায়, গোলাম সরোয়ার সাজিদ মেসেঞ্জারে হ্যালো ব্রাদার্স গ্রুপের অ্যাডমিন হিসেবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে শতভাগ প্রশ্ন কমন দেবে মর্মে স্ট্যাটাস দেয়। এ ছাড়া তারা একেক পরীক্ষার জন্য একেক মেসেঞ্জার গ্রুপ খুলে ভুয়া প্রশ্ন শেয়ার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।