রাতে কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : কাবাডি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি। যা আহমেদাবাদ থেকে সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২।

‘এ’ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ধরা হয়েছিল ভারতকে। সেই ভারতকে ৩৪-৩২ পয়েন্ট হারিয়ে সূচনা করে দক্ষিণ কোরিয়া। পরের ম্যাচে ৬৮-৪২ পয়েন্টে আর্জেন্টিাকেও হারায় তারা। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া।

অন্যদিকে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫২-১৮ পয়েন্টে হারিয়ে শুভসূচনা করে। কিন্তু পরের ম্যাচে স্বাগতিক ভারতের কাছে হেরে যায় ৫৭-২০ পয়েন্টে। নিজেদের তৃতীয় ম্যাচে আজ লাল-সবুজের জার্সিধারীদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

আজ বাংলাদেশ ভালো ব্যবধানে জিতলে কোরিয়াকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ পাবে। পাশাপাশি আশা বাঁচিয়ে রাখতে পারবে সেমিফাইনালে যাওয়ার। এই গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে যাবে। তবে হেরে গেলে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে।

আজকের ম্যাচের পরে বাংলাদেশকে লড়তে হবে অস্ট্রেলিয়া (১৭ অক্টোবর) ও আর্জেন্টিনার বিপক্ষে (১৯ অক্টোবর)।

উল্লেখ্য, দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উন্নীত হবে। ২১ অক্টোবর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ২২ অক্টোবর হবে কাবাডি বিশ্বকাপের ফাইনাল।