ফরাসি কাপ

রাতে মোনাকোর মুখোমুখি হবে পিএসজি

ফরাসি কাপের ফাইনালে রাতে মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। স্তাদে ফ্রান্সে ম্যাচটি শুরু হবে আজ রাত সোয়া ১টায়।

লিগ ওয়ানের শিরোপা নিয়ে প্রতিমুহূর্তে অনিশ্চয়তায় আছে পিএসজি। ৩৭ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিলে। সমান ম্যাচে এক পয়েন্ট কম পিএসজির। শিরোপার নিষ্পত্তি হবে শেষ ম্যাচে। এ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে সমর্থকদের। এমন কঠিন সময়ে আরও একটি ফাইনালের সামনে দাঁড়িয়ে পিএসজি। ফরাসি কাপের ফাইনালে মোনাকোর বিপক্ষে লড়বে প্যারিসিয়ানরা।

সমান ম্যাচে ৭৭ পয়েন্ট মোনাকোর। পয়েন্ট টেবিলের চিত্র ও দু’দলের সাম্প্রতিক পারফরমেন্স বলছে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই ম্যাচে। শেষ ম্যাচে ৪-০ গোলের জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে প্যারিসিয়ানরা। তবে, সব ছাপিয়ে কোচের কপালে চিন্তার ভাঁজ। লাল কার্ডের কারণে দলের সেরা তারকা নেইমারকে ছাড়াই খেলতে হবে পিএসজিকে। নেইমারবিহীন আক্রমণভাগের দায়িত্ব নিতে হবে এমবাপ্পেকে। লিগ ওয়ানের আগে ফরাসি কাপের ফাইনাল জিততে পারলে, অন্তত স্বস্তিতে থাকতে পারতেন সমর্থকরা। সে লক্ষ্যই সেরাটা দিতে চায় পিএসজি।

এদিকে, ইতালিয়ান কাপের ফাইনালে আটাল্টার মুখোমুখি হবে য়্যুভেন্তাস। এ ম্যাচটি শুরু হবে রাত ১টায়।