উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

রাতে লড়বে ম্যানচেস্টার সিটি ও ডর্টমুন্ড

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে আরেক ম্যাচে লড়বে ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনালে দু’দলের এ দ্বৈরথের দিকেও চোখ থাকবে ফুটবল বিশ্বের। ম্যানচেস্টারের ইতিহাদে দু’দলের ম্যাচটি শুরু হবে রাত একটায়।

প্রথম পর্বের জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখতে চায় সিটি। প্রতিপক্ষকে সমীহ করছেন সিটি কোচ পেপ গার্দিওলা। অন্যদিকে ছাড় দিতে নারাজ ডর্টমুন্ডও।

দুর্দান্ত সময় পার করছে ম্যানচেস্টার সিটি। অনুশীলনে ফুটবলারদের চোখেমুখেও আত্মতৃপ্তির ছোয়া স্পষ্ট। প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের পথেও বেশ এগিয়ে সিটিজেনরা। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে পেপ গার্দিওলার দল। ১৪ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই শিরোপাটা যে এবার সিটির ঘরে যাচ্ছে অনেকটাই নিশ্চিত। তারপরও প্রতিটি ম্যাচেই সতর্ক হয়েই লড়ছেন কোচ। শেষ ব্রেন্ডন রজার্সের লেস্টার সিটিকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সিটিজেনরা।

জয়ের ছন্দ চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চও ধরে রাখার লক্ষ্য সিটির। ইতিহাদে প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয়ের ছক কষছেন গার্দিওলা। নিজেদের মাঠেই প্রথম পর্বের জয়ে এগিয়ে থাকার লক্ষ্য তার। ম্যাচের আগে ইনজুরি নিয়েও নির্ভার সিটি।

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা জানান, চ্যাম্পিয়ন্স লিগ আমাদের কাছে আলাদা মঞ্চ। এখানে কাউকেই হালকাভাবে দেখার উপায় নেই। সবাইকে গুরুত্ব দিতে হবে। বরুশিয়া ডর্টমুন্ডে অনেক ভাল খেলোয়াড় রয়েছে। আমাদেরকে হারাতে ওরা সেরাটা দিতে চাইবে। তাই দ্বিতীয় পর্বের আগেই বড় জয় পেতে চাই। ফুটবলাররাও জানে তাদের কি করতে হবে।মাঠে সেটাই করে দেখাতে প্রস্তুত সিটি।

প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড অবশ্য লিগে সিটির মত সেরা ফর্মে নেই। বুন্দেসলিগায় ২৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে এডিন তারজিচের দল। শেষ ম্যাচে আইনত্রাকট ফাঙ্কফুর্টের কাছে হারের ক্ষত নিয়েই চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করছে ডর্টমুন্ড। ম্যাচের আগে ইনজুরির মিছিলে হিমশিম খাচ্ছেন ভারপ্রাপ্ত এই কোচ। জেডন সাঞ্চো, মার্সেল স্কেলমজার, ড্যান অ্যাক্সেল জাগাডু ও ইয়োসুফা মোকাকুর সার্ভিস পাবেন না কোচ। ম্যাচের ভেন্যু ইতিহাদ হওয়ায় চিন্তায় থাকতেই হচ্ছে কোচকে।

দলবদলে জোরেশোরে শোনা যাচ্ছে আরলিং হ্যালান্ডের ক্লাব ছাড়ার গুঞ্জন। সিটিই হচ্ছে তার পরবর্তী ঠিকানা এমন খবর বেশ ডালপালা মেলেছে চারদিকে। তাই সিটির বিপক্ষে কমন করেন হ্যালান্ড তাই দেখতে মুখিয়ে ফুটবল প্রেমীরা। পরিসংখ্যান থেকে অবশ্য কিছুটা সুখ খুঁজে নিতে পারেন সমর্থকরা। কারণ এর আগে দুবার দেখা হয়েছিলো ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ডের। এক জয় ও এক ড্র নিয়ে এগিয়ে আছে জার্মান ক্লাবটি।