রোনালদো নতুন রেকর্ড গড়লেন

ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে কনফেডারেন্স কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে পর্তুগাল। এ জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে পর্তুগাল।

পর্তুগালের হয়ে গোল করেছেন সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন সিআর সেভেন। এ গোল দিয়ে নতুন রেকর্ড গড়েছেন রোনালদো। প্রতিদ্বন্দ্বিমূলক ম্যাচে ইউরোপিয়ান ফুটবলারদের মধ্যে সবথেকে বেশি গোল করার নতুন রেকর্ড রোনালদোর। ৬০টি গোল করেছেন ৩২ বছর বয়সি এ ফুটবলার। তবে ফ্রেন্ডলি ম্যাচসহ হিসেব করলে রোনালদো রয়েছেন দুইয়ে।

হাঙ্গেরির লিজেন্ড ফুটবলার ফেরেঞ্চ পুসকাস ৮৪ গোল নিয়ে রয়েছেন শীর্ষে। ১৯৪৫ থেকে ১৯৫৬ এর ভিতরে পুসকাস ৮৪ গোল করেছিলেন। ক্রিস্টিয়ানো রোনালদো ৯ গোল করলেই দীর্ঘদিনের রেকর্ড ভাঙবেন।

৭৫ গোল নিয়ে রোনালদো রয়েছেন দুইয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া গোল নিয়ে রোনালদো ছুঁয়েছেন স্যান্দোর কোসিককে। ৭৫ গোল করেছিলেন স্যান্দোর। জাতীয় দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে রোনালদোর সাফল্য বেশ ঈর্ষনীয়। পর্তুগালের জার্সিতে রোনালদো গোল করেছেন ৬০টি। অন্যদিকে আর্জেন্টাইন দুই সুপারস্টার মেসি ও ম্যারাডোনার সম্মিলিত গোল সংখ্যা ৪৮টি।

২০১৬-১৭ মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ৫৫ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৫৬টি। কোনোভাবেই তার গোল ক্ষুধা কমানো যাচ্ছে না। চলতি বছর সবথেকে বেশি গোল করেছেন সিআর সেভেন। মেসির ৩২ গোলকে টপকে রোনালদোর গোল সংখ্যা ৩৩টি।